Register now and get it all free

Saturday, October 10, 2015

HyperText Markup Language ( HTML) Part 1

Part: 1



কেমন আছেন সবাইআশা করি সবাই ভাল আছেনঅনেক দিন পর totalsoft123.tk এ টিউন করলামআমার ইচ্ছা আছে html এর উপর ধারাবাহিক টিউন করারদোয়া করবেন যেন চালিয়ে যেতে পারিআর আমি Microsoft word,excel এর উপর টিউটোরিয়াল চালিয়ে যাবসবাই সাথে থাকবেন
আজকে আমি html এর একদম বেসিক জিনিষ দেখাবসাথে থাকবেন
***আপনাদেরকে html এর বেসিক format টা দেখাচ্ছি


***খেয়াল করুন সব লেখার শুরুটা হবে <html> দিয়ে আর শেষ হবে </html> এই লেখা দিয়ে
***এই লেখার মাঝে <head> হতে </head> একটা পার্টআর <body> হতে </body> আরেকটা পার্ট
***<head> হতে </head> এর মাঝে <title> আর </title> থাকে
***আর এটা notepad এ লিখতে হবেnote pad এর জন্য start menu হতে notepad লিখে সার্চ দিতে হবে 
*** তারপর তা যেকোন নাম তারপর একটা ডট দিয়ে html লিখে সেভ করতে হবেযেমনঃ alif.html
***আসুন একটা example দেখি

***এটা নোটপ্যাড এ লিখে alif.html নামে সেভ করুন
***তারপর যেখানে সেভ করেছেনসেখানে গিয়ে double click করে ওপেন করুন
আপনার web page তৈরি হয়ে গেছে

কেমন হয়েছে জানাবেনসবাই ভাল থাকবেন

No comments:

Post a Comment

Payza

traffichurricane.plus

Share Up To 110 % - 10% Affiliate Program

clixsense.com