Part: 1
কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।অনেক দিন পর totalsoft123.tk এ টিউন করলাম।আমার ইচ্ছা আছে html এর উপর ধারাবাহিক টিউন করার।দোয়া করবেন যেন চালিয়ে যেতে পারি।আর আমি Microsoft word,excel এর উপর টিউটোরিয়াল চালিয়ে যাব।সবাই সাথে থাকবেন।
আজকে আমি html এর একদম বেসিক জিনিষ দেখাব।সাথে থাকবেন।
***আপনাদেরকে html এর বেসিক format টা দেখাচ্ছি।
***খেয়াল করুন সব লেখার শুরুটা হবে <html> দিয়ে আর শেষ হবে </html> এই লেখা দিয়ে।
***এই লেখার মাঝে <head> হতে </head> একটা পার্ট।আর <body> হতে </body> আরেকটা পার্ট।
***<head> হতে </head> এর মাঝে <title> আর </title> থাকে।
***আর এটা notepad এ লিখতে হবে।note pad এর জন্য start menu হতে notepad লিখে সার্চ দিতে হবে ।
*** তারপর তা যেকোন নাম তারপর একটা ডট দিয়ে html লিখে সেভ করতে হবে।যেমনঃ alif.html
***আসুন একটা example দেখি।
***এটা নোটপ্যাড এ লিখে alif.html নামে সেভ করুন।
***তারপর যেখানে সেভ করেছেন, সেখানে গিয়ে double click করে ওপেন করুন।
আপনার web page তৈরি হয়ে গেছে।
আপনার web page তৈরি হয়ে গেছে।
কেমন হয়েছে জানাবেন।সবাই ভাল থাকবেন।
No comments:
Post a Comment